বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * লুট হওয়া এসএমজি উদ্ধারে দেড় লাখ, এলএমজিতে ৫ লাখ টাকা পুরস্কার   * এনসিপি এককভাবে নির্বাচন প্রস্তুতিপর্বে: আহ্বায়ক নাহিদ ইসলাম   * টানা তৃতীয়বার আমির নির্বাচিত হয়ে জন্মভূমে ছুটে গিয়ে যা বললেন ডা. শফিকুর রহমান   * নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী   * ৯১ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা   * ফেসবুকে স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান:রিজভীর   * জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা   * সময় হলে পদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল   * খাদ্যনিরাপত্তা জোরদারের পরামর্শ আইএমএফের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য   * মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেফতার  

   প্রবাসে বাংলা
সিন্ডিকেটের কবলে মালয়েশিয়ার শ্রমবাজার: নতুন শর্তে আটকে যাচ্ছে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি
  Date : 04-11-2025

 

মালয়েশিয়ার শ্রমবাজার গত এক বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে বাংলাদেশ থেকে নতুন শ্রমিক নেওয়ার ইঙ্গিত দিয়েছে দেশটি। তবে মালয়েশিয়া সরকারের নতুন শর্তগুলোর কারণে পুরোনো সিন্ডিকেটের নিয়ন্ত্রণেই আবার আটকা পড়তে যাচ্ছে শ্রমবাজার, এমন আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয় ৭ নভেম্বরের মধ্যে রিক্রুটিং এজেন্সিগুলির তালিকা পাঠানোর জন্য ১০টি শর্ত দিয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এসব শর্তের কারণে পুরোনো সিন্ডিকেটের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হবে এবং এসব শর্তটি অনেক রিক্রুটিং এজেন্সি পূরণ করতে পারবে না।

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর দীর্ঘদিনের ঐতিহ্য রয়েছে। আর ভালো বেতন, আরামদায়ক আবহাওয়া এবং উন্নত জীবনমানের কারণে দেশটিতে কাজের জন্য বাংলাদেশের তরুণদের আগ্রহ সবসময়ই বেশি। বর্তমানে মালয়েশিয়ায় প্রায় ১০ লাখ বাংলাদেশি বিভিন্ন খাতে কর্মরত আছেন। তবে, সিন্ডিকেটের দুর্নীতি ও অনিয়মের কারণে গত বছরের ৩১ মে থেকে মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশি শ্রমিকদের জন্য বন্ধ হয়ে যায়।

এই বন্ধের পর থেকেই বাংলাদেশ সরকার মালয়েশিয়ার সঙ্গে একাধিক বৈঠক করে শ্রমবাজার পুনরায় চালু করার চেষ্টা করছে, কিন্তু দীর্ঘ আলোচনার পরেও সুষ্ঠু সমাধানে পৌঁছানো যায়নি। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, মালয়েশিয়া সরকার ১০টি শর্তে রিক্রুটিং এজেন্সি থেকে আবেদন গ্রহণ করছে। এসব শর্তের মধ্যে রয়েছে - ন্যূনতম ৫ বছরের সন্তোষজনক কার্যক্রম পরিচালনা, ৩ হাজার কর্মী পাঠানোর অভিজ্ঞতা, তিনটি ভিন্ন দেশে কর্মী পাঠানোর প্রমাণ এবং ১০ হাজার বর্গফুট আয়তনের স্থায়ী অফিস।

তবে, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম জানান, এই শর্তগুলো বাস্তবসম্মত নয় এবং বেশিরভাগ এজেন্সি এসব শর্ত পূরণ করতে পারবে না। তিনি আরও বলেন, “১০ হাজার স্কয়ার ফুটের অফিসের প্রয়োজন নেই এবং এটি অত্যন্ত ব্যয়বহুল। যেখানে বাংলাদেশ সরকার ৬০০ বর্গফুটের অফিসে এজেন্সি অনুমোদন দেয়, সেখানে মালয়েশিয়া সরকারের ১০ হাজার স্কয়ার ফুটের শর্তের কোনো যৌক্তিকতা নেই। এতে শ্রমিকদের খরচ বাড়বে এবং পুরোনো সিন্ডিকেটের অবৈধ কার্যক্রম আবারও বৈধ হয়ে যাবে।”

মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হওয়ার আগেও সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিকদের নিয়োগের অভিযোগ উঠেছিল। ২০১৮ সালে দুর্নীতির কারণে মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছিল। এর তিন বছর পর ২০২১ সালে নতুন সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে শ্রমবাজার পুনরায় চালু হয়। ২০২২ সালের আগস্টে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হয়, কিন্তু ২০২৩ সালের মে মাসে পুনরায় বন্ধ হয়ে যায়।

এখন, মালয়েশিয়ার নতুন শর্তগুলো নিয়ে প্রশ্ন উঠছে, বিশেষ করে যখন দেশের বেশিরভাগ রিক্রুটিং এজেন্সিই এত বড় অফিসের শর্ত পূরণ করতে পারবে না। এমন পরিস্থিতিতে সরকারের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



  
  সর্বশেষ
লুট হওয়া এসএমজি উদ্ধারে দেড় লাখ, এলএমজিতে ৫ লাখ টাকা পুরস্কার
এনসিপি এককভাবে নির্বাচন প্রস্তুতিপর্বে: আহ্বায়ক নাহিদ ইসলাম
টানা তৃতীয়বার আমির নির্বাচিত হয়ে জন্মভূমে ছুটে গিয়ে যা বললেন ডা. শফিকুর রহমান
নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com