বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * লুট হওয়া এসএমজি উদ্ধারে দেড় লাখ, এলএমজিতে ৫ লাখ টাকা পুরস্কার   * এনসিপি এককভাবে নির্বাচন প্রস্তুতিপর্বে: আহ্বায়ক নাহিদ ইসলাম   * টানা তৃতীয়বার আমির নির্বাচিত হয়ে জন্মভূমে ছুটে গিয়ে যা বললেন ডা. শফিকুর রহমান   * নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী   * ৯১ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা   * ফেসবুকে স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান:রিজভীর   * জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা   * সময় হলে পদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল   * খাদ্যনিরাপত্তা জোরদারের পরামর্শ আইএমএফের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য   * মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেফতার  

   কৃষি সংবাদ
ঝিনাইদহে খেজুর রস সংগ্রহে বেড়েছে গাছিদের ব্যস্ততা
  Date : 28-10-2025

অনলাইন ডেস্ক

শীতের আগমনী বার্তা আর হেমন্তের শুরুতে ঝিনাইদহের গ্রামে গ্রামে খেজুর গাছের প্রস্তুতি শুরু হয়েছে। খেজুর রস ও গুড় তৈরির জন্য গাছিরা এখন ব্যস্ত সময় পার করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, এই অঞ্চলে প্রতি বছর খেজুর রস এবং গুড়ের ব্যাপক উৎপাদন হয় এবং তা সারা দেশে সরবরাহ করা হয়।

ভোরবেলা থেকেই গাছিরা তাদের খেজুর গাছের পরিচর্যা করতে বের হন। তারা ঠুঙ্গি, বাইলধারা, দড়ি ও ধারালো দা নিয়ে গাছের মাথা পরিষ্কার করে, যাতে গাছ প্রস্তুত হয়। দুই সপ্তাহ বিশ্রামের পর গাছগুলি রস সংগ্রহ উপযোগী হয়ে ওঠে। গাছিরা জানান, খেজুর গাছের সংখ্যা কমে গেলেও তাদের কাজ থেমে নেই।

রামচন্দ্রপুর গ্রামের গাছি আনিছুর রহমান বলেন, "কার্তিক মাসের শুরু থেকে আমরা খেজুর গাছ তোলার কাজ শুরু করি। এক সপ্তাহ পর থেকে রস পাওয়া যাবে।" অন্যদিকে, মজিবার রহমান বলেন, "৪৫ বছর ধরে খেজুর গাছ কাটছি। এখন নতুন গাছি আর পাওয়া যায় না। যদি এভাবে চলতে থাকে, ঝিনাইদহের ঐতিহ্য খেজুর রস, গুড় ও গাছি সবই হারিয়ে যাবে।"

ঝিনাইদহের খেজুর গুড় ও রস দেশের ঐতিহ্যের অংশ হিসেবে পরিচিত। এখানকার খেজুর গাছগুলি প্রাকৃতিক বৈশিষ্ট্য ও জলবায়ু কারণে ভালো জন্মে। প্রতিবছর ৮০০-৮৫০ টন খেজুর গুড় উৎপাদন হয় এবং এটি সারা দেশে সরবরাহ করা হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ঝিনাইদহ জেলায় ১ লাখ ৪২ হাজার ২৩৫টি খেজুর গাছ রয়েছে, যার মধ্যে ১ লাখ ১২ হাজার ৭৬০টি গাছ থেকে রস সংগ্রহ করা হয়। ৪৮ লাখ ১৪ হাজার ২৪১ লিটার খেজুর রস এবং ৮৭২ মেট্রিক টন খেজুর গুড় উৎপাদন হয়, যা দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, "নিরাপদ উপায়ে খেজুর রস সংগ্রহ এবং গুড় উৎপাদন নিয়ে গাছিদের প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা রয়েছে। গত বছর অনেক গাছিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, এবারও এটি চলমান থাকবে।"

কোটচাঁদপুরের আনজের বিশ্বাস বলেন, "খেজুর গুড়ের স্বাদ সবচেয়ে মিষ্টি। শীত এলেই শহর-গ্রামের মানুষ খেজুরের রস ও গুড় নিতে আমাদের কাছে আসে। এগুলো আমাদের গ্রাম-গঞ্জের ঐতিহ্য।" এমনকি গৃহবধূ আছিয়া বেগম জানান, "খেজুর রস, গুড় ও পাটালি বিক্রি করে শীতের মৌসুমে আমাদের বাড়তি আয় হয়।"

এভাবে, ঝিনাইদহের গাছিরা তাদের ঐতিহ্য এবং খেজুর গুড়, রসের উৎপাদন টিকিয়ে রাখতে কাজ করছেন। এ বছর ৯০০ মেট্রিক টন খেজুর গুড় উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আগামী সপ্তাহ থেকে রস সংগ্রহ শুরু হয়ে যাবে।



  
  সর্বশেষ
লুট হওয়া এসএমজি উদ্ধারে দেড় লাখ, এলএমজিতে ৫ লাখ টাকা পুরস্কার
এনসিপি এককভাবে নির্বাচন প্রস্তুতিপর্বে: আহ্বায়ক নাহিদ ইসলাম
টানা তৃতীয়বার আমির নির্বাচিত হয়ে জন্মভূমে ছুটে গিয়ে যা বললেন ডা. শফিকুর রহমান
নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com