অনলাইন ডেস্ক
অর্থনৈতিক খাতের দীর্ঘদিনের তারল্য সংকটে থাকা পাঁচটি ইসলামিক ব্যাংককে একীভূত করে নতুন একটি ব্যাংক গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছে সরকার। সরকার অনুমোদিত মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রস্তাবিত ব্যাংকের নাম রাখা হয়েছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’।
নতুন ব্যাংকটির পরিচালনা পর্ষদে সাত সদস্যের একটি টিম থাকবে, যেখানে অর্থ সচিব পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বাকি ছয় পরিচালক নিজেদের শেয়ারধারী হিসেবে দায়িত্বে থাকবেন, এবং অর্থ সচিব রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের বাকি সব শেয়ার অধিকারী হবেন।
বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, একীভূতকরণের পুরো প্রক্রিয়া তদারকির জন্য রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে অফিস বরাদ্দ দেওয়া হয়েছে। আজ একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক এই বিষয়ে বিস্তারিত তথ্য জানাবে।
‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ এর পরিশোধিত মূলধন হবে ৩৫০ বিলিয়ন টাকা। এর মধ্যে ২০০ বিলিয়ন টাকা সরকার ইক্যুইটি হিসেবে বিনিয়োগ করবে, এবং বাকি ১৫০ বিলিয়ন টাকা আসবে ডিপোজিট ইন্স্যুরেন্স ট্রাস্ট ফান্ড ও প্রাতিষ্ঠানিক আমানত থেকে।
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত রোডম্যাপ অনুসারে, নতুন ব্যাংকটি দেশের প্রথম সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াভিত্তিক বাণিজ্যিক ব্যাংক হতে যাচ্ছে, যা দেশের আর্থিক ব্যবস্থায় একটি নতুন মাইলফলক হিসেবে গড়ে উঠবে।