বৃহস্পতিবার, নভেম্বর ৬, ২০২৫
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * লুট হওয়া এসএমজি উদ্ধারে দেড় লাখ, এলএমজিতে ৫ লাখ টাকা পুরস্কার   * এনসিপি এককভাবে নির্বাচন প্রস্তুতিপর্বে: আহ্বায়ক নাহিদ ইসলাম   * টানা তৃতীয়বার আমির নির্বাচিত হয়ে জন্মভূমে ছুটে গিয়ে যা বললেন ডা. শফিকুর রহমান   * নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী   * ৯১ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী ঘোষণা   * ফেসবুকে স্বাক্ষর জাল করে প্রচারিত ভুয়া প্রেস বিজ্ঞপ্তির বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান:রিজভীর   * জনগণ এখন নির্বাচনমুখী, নির্বাচন নিয়ে কোনো হুমকি নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা   * সময় হলে পদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল   * খাদ্যনিরাপত্তা জোরদারের পরামর্শ আইএমএফের অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের অন্তরায় অতিদারিদ্র্য   * মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে ২৬ জন গ্রেফতার  

   ব্যাংক-বীমা
খোলা বাজারে ডলার ১২৫ টাকায়, ব্যাংকেও বাড়ছে দাম
  Date : 29-10-2025

অনলাইন ডেস্ক
 

সম্প্রতি খোলা বাজারে ডলারের দাম ১২৫ টাকা ছুঁয়েছে, যা দেশীয় মুদ্রার জন্য একটি উদ্বেগজনক সংকেত। ব্যাংকগুলোতেও ডলারের দাম বেড়েছে, গত তিন কার্যদিবসে প্রতিটি ডলারের গড় মূল্য প্রায় ৬০ পয়সা বেড়ে ১২২ টাকা ৮০ পয়সায় পৌঁছেছে। এর ফলে দেশের অর্থনীতিতে টাকার মান আরও কমছে, এবং ডলার শক্তিশালী হচ্ছে।

গত সপ্তাহে (২২ অক্টোবর) ব্যাংকে প্রতি ডলারের গড় দাম ছিল ১২২ টাকা ১০ পয়সা, যা বর্তমানে ১২২ টাকা ৯০ পয়সা পর্যন্ত উঠেছে। অন্যদিকে, খোলা বাজারে ডলারের বিক্রয়মূল্য বর্তমানে ১২৫ টাকায় দাঁড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, আমদানি বৃদ্ধি এবং রমজান মাসের প্রাক্কালে খাদ্য ও ভোগ্যপণ্যের এলসি খোলার পরিমাণ বেড়েছে, যার ফলে ডলারের চাহিদা বেড়ে গেছে। ব্যাংকাররা জানান, এর ফলে ডলারের মূল্য বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে আমদানির জন্য এলসি খোলার পরিমাণ ছিল ৬.৩০ বিলিয়ন ডলার, যা আগষ্টের তুলনায় ১৭.২৯ শতাংশ বেশি। এর ফলে বাজারে ডলার সরবরাহের ঘাটতি তৈরি হয়েছে, যা ডলারের মূল্য বৃদ্ধি করছে।

অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি আয় প্রত্যাশার তুলনায় কম আসছে, তবে রেমিট্যান্স প্রবাহ কিছুটা বৃদ্ধি পেলেও তা বাজারে স্থিতিশীলতা আনতে যথেষ্ট নয়।

খোলা বাজারে সোমবার ডলারের ক্রয়মূল্য ছিল ১২৪ টাকা ৯০ পয়সা, এবং বিক্রয়মূল্য ১২৫ টাকা। ব্যাংকগুলোতে সোনালী ব্যাংক ১২৩ টাকায় ডলার বিক্রি করেছে, ইস্টার্ন ব্যাংক ১২৩ টাকা ৫০ পয়সায় এবং সিটি ব্যাংক ১২৩ টাকা ৭৫ পয়সায় ডলার বিক্রি করেছে।

এদিকে, মানি চেঞ্জার্স এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এস এম জামান বলেন, ‘ডলারের দাম খোলা বাজারে তেমন একটা বাড়েনি, তবে ব্যাংকে বেড়েছে।’



  
  সর্বশেষ
লুট হওয়া এসএমজি উদ্ধারে দেড় লাখ, এলএমজিতে ৫ লাখ টাকা পুরস্কার
এনসিপি এককভাবে নির্বাচন প্রস্তুতিপর্বে: আহ্বায়ক নাহিদ ইসলাম
টানা তৃতীয়বার আমির নির্বাচিত হয়ে জন্মভূমে ছুটে গিয়ে যা বললেন ডা. শফিকুর রহমান
নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরও ভালো হবে: সেনাবাহিনী



সম্পাদক ও প্রকাশক: অধ্যাপক স্মৃতি ভূষণ ভট্টাচার্য্য (স্মৃতিময়)
ভারপ্রাপ্ত সম্পাদক : নিলয় ভট্টাচার্য্য: নির্বাহী সম্পাদক : এস এম আবুল হাসান,
সম্পাদক কর্তৃক ১১২/২ -এ পূর্ব বাসাবো, ঢাকা হতে প্রকাশিত এবং তুহিন প্রেস ২১৯/২,
ফকিরাপুল (১ম গলি) মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ২/২, ইডেন কমপ্লেক্স, (৪র্থ তলা), সার্কুলার রোড, মতিঝিল, ঢাকা-১০০০।
ফোন: ০২-৪১০৭০৪৫৬, মোবাইল: ০১৭৯৮-৪৬৬৪৭১, ০১৭১৬-৯১১৫৭২, ০১৯২৭-২০৩২০২।
E-Mail: dailydhaka2003@gmail.com , dainikdhaka5@gmail.com