স্পোর্টস ডেস্ক; দ্য ডেইলি ঢাকা :
শেষ ম্যাচেও হেরে ‘কিউইওয়াশ’ হল টাইগাররা।ক্রিকেটে কোন সিরিজের সবগুলো ম্যাচ জিতলে তাকে ক্রিকেটীয় পরিভাষায় হোয়াইটওয়াশ বলা হয়। তবে বাংলাদেশ হোয়াইটওয়াশ করলে একে আরেকটু বাড়িয়ে বাংলাওয়াশও বলা হয়। তাহলে বাংলাদেশ যে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হল একে কী বলা যায়? কিউইওয়াশ?
অবশ্য তিন ম্যাচের সিরিজে তেমন কোন প্রতিরোধই গড়তে পারে নি বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে একটু জয়ের আশা জাগালেও বাকি দুই ম্যাচে যেন অসহায় আত্মসমর্পণই করলো বাংলাদেশ।
আগে ব্যাট করে ৬ উইকেটে ৩১৮ রান তুলে নিউজিল্যান্ড। এতে জয় তুলে নেওয়ার লক্ষ্যটা বাংলাদেশের জন্য বেশ কঠিন ছিল।
৩১৯ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫৪ রানেই গুটিয়ে গেল বাংলাদেশ। মাহমুদউল্লাহ ছাড়া প্রতিরোধ গড়তে পারেন নি আর কেউই।
৭৩ বলে ৭৬ রান সংগ্রহ করেছেন। ৬টি বাউন্ডারির আর ৪টি ছক্কার মেরেছেন। ছন্নছাড়া ব্যাটিংয়ের এক চূড়ান্ত উদাহরণের মাঝে একমাত্র ব্যতিক্রম মাহমুদউল্লাহর ব্যাটিং। বুক চিতিয়ে লড়ে গেলেন একাই।
৪২.৪ ওভারে মাত্র ১৫৪ রানে গুটিয়ে গেল বাংলাদেশের ইনিংস। অর্থাৎ ১৬৪ রানের বিশাল ব্যবধানে জয় নিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল নিউজিল্যান্ড।
নিউজিল্যান্ডের পক্ষে ৫ উইকেট শিকার করেছেন জিমি নিশাম। ৪টি পেয়েছেন ম্যাট হেনরি। একটি উইকেট শিকার করেছেন কাইল জেমিসন।