ডেস্ক রিপোর্ট; দ্য ডেইলি ঢাকা :
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৮৩০ জনে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন তিন হাজার ৭৩৭ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৮৮ হাজার ১৩২ জনে।
শুক্রবার (২৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন দুই হাজার ৫৭ জন। এ সময়ে ২৭ হাজার ৬৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৯৯টি নমুনা। দেশে মোট ২২৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৫ শতাংশ। প্রতি ১০ লাখে করোনায় শনাক্তের হার তিন হাজার ৪৫৩.৩৭ জন; সুস্থ তিন হাজার ১২৩.৪৯ এবং মৃত্যু ৫১.৮৫ জনের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২১ জন পুরুষ, বাকি ১২ জন নারী। তার মধ্যে ৩২ জন হাসপাতালে ও একজন বাড়িতে মারা গেছেন। এ পর্যন্ত মোট মারা যাওয়া আট হাজার ৮৩০ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ৬৭১ জন, বাকি দুই হাজার ১৫৯ জন নারী।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ষাটোর্ধ্ব ১৫ জন, ৫১ থেকে ৬০ বছরের ১৪ জন ও ৪১ থেকে ৫০ বছর বয়সী চার জন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগের ২৬ জন, চট্টগ্রাম বিভাগের ছয় জন ও রাজশাহী বিভাগের একজনের মৃত্যু হয়েছে।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে প্রথম মৃত্যু হয়।